রক্ত কবরী রঙে রাঙিয়েছিলে তোমায় নিজের মতন করে। ভাবোদ্দীপক রঙ শুধু মুখে নয় হৃদয়েও ছিল সেসময়। ভাবিনী সে উচ্ছ্বসা ছুয়ে যাবে আমার হৃদয়। জড়াইয়াছিলে দেহখানি লাল টুকটুক রঙের দ্বোলায়। তাই আজও বলতে ইচ্ছে হয় শাড়ীতে নারী মানাই শার্ট প্যান্টে নয়।
মনে আজ মেঘ করেছে বেশ, তাই তোমায় দেখে লিখতে পারিনি খুব বিশেষ।
No comments:
Post a Comment