Monday, March 25, 2019

তীর ধনুক ও আঘাত প্রাপ্ত শিকার

তীর ধনুক একটি অন্যটি ছাড়া অচল প্রায়। আর ধনুকে তীর তাক করে তা ছুড়ে দেবার পর ধনুক ফেলে তীরের পিছনে ছুটেছেন দিকভ্রান্ত হয়ে।
কিন্তু ধনুক লক্ষ্যবিন্দুতে আঘাত হেনে বের হয়ে দূর দিগন্তবৃত্তের মাঝে পতিত হয়। মাঝখানে আঘাত প্রাপ্ত লক্ষ্যবস্তু নিয়ে গন্তব্যস্থানে ফিরে আসা ছাড়া আর কিছুই করার থাকে না আপনার। ফলশ্রুতিতে আপনি তীর ধনুক হারিয়ে আঘাত প্রাপ্ত শিকারটাকে আটকে রেখেছেন মাত্র।

No comments:

Post a Comment