গভীর অন্ধকার রাত্রিতে হঠাৎ করেই যেন অশরীরিরূপে উপস্থিত হয়েছে সে। আচমকা ভয় পেলেও রূপের মুগ্ধতায় রুদ্ধবাক হয়ে নিশ্চুপ। অপলকে তাকিয়েই রয়েছে কি যেন এক মূর্ছনায়।
গাড় অন্ধকারেও তুষার শুভ্র তোমার ঐ বক্ষপর্বতে দৃষ্টি রাখতে ভুল করবেনা অবশ্যই। সে তুমি অশরীরী হও আর বাস্তবে হও। শত ভয়ে ভীত হওয়ার পরেও তোমারি দিকে ধাবমান। অন্ধকার জয়ী লাবণ্যতায় মায়াময় বদনখানি কি যেন শূন্যতায় শুধু কাছেই টানতে চাইছে।

আপনার লেখার হাত ভালো।শুভ কামনা সমেত উত্তরোত্তর সফলতা কামনা করি।
ReplyDeleteআন্তরিক ভালোবাসা জানালাম।।
Deleteখুবই ইন্টারেস্টিং গল্প। বেশ ভাল লাগলো।
ReplyDeleteYou are welcome to visit my posts:
SSC Test Paper English I
SSC Test Paper English II
HSC Test Paper English I
HSC Test Paper English II