আমরা যদি কাউকে সম্মান করতে না পারি, তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। কিম্ত যখন কাউকে নিয়ে তামাশা করি, হোক না কেন তা, হাসির ছলে। তখন কেন ভাবিনা যে কি করছি! চিন্তার কোন জগত থেকে নিজেকে অবলীলায় বিলিয়ে দিচ্ছি। আর অন্যকেও সেই রঙ্গলীলায় টেনে আনছি বারংবার। একবারো কি ভেবে দেখি?
No comments:
Post a Comment