Sunday, February 3, 2019

আলোর আলেয়াতে অন্ধকার

শত রঞ্জিতা তোমার রঙ্গিন পৃথিবী সাজাতে আমার পৃথিবী করেছো অন্ধকারাছন্ন। তোমার রঙ্গিন পৃথিবীর আলোকছটা আমার পৃথিবীর অন্ধকারের কাছে পৌঁছাতেই পারে না। তবে যাই বলো, তোমার পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ আলোর ঝলকানিতে ডুবে গেছে তোমার  আপাদমস্তক। তুমিও জেনে রেখো হঠাৎই দপ করে নিভে যাবে নিমিষেই তোমার পৃথিবীর জৌলুশময় ঝিলিক। ছায়াপথের গহ্বরে যখন এই পৃথিবী তথা সৌরজগতের মত লক্ষ কোটি পৃথিবী ও সৌরজগত নিমিষেই বিলীয়মান। আর তোমার অস্তিত্ব যেখানে ক্ষুদ্র বালুকণার চেয়েও ছোট। তখন তুমিই ভেবে দেখো নশ্বর এই পৃথিবীতে তোমার রঙিন পৃথিবীর তীক্ষ্ণ আলোর দীপ্তিমানতা কতটুকু দীর্ঘ?

অন্ধকারে আছি তাই বলে ভেবো না আলোক উজ্জ্বল জীবনের কথা স্বরণ করতে একেবারেই ভুলে গেছি। আমারও মনেপড়ে সেই আলোর ঝলকানিময় উজ্জ্বল জীবনের কথা।
তবে যায় বলো আমার পৃথিবী যে উজালাায় উজ্জ্বল ছিল তাতে কোন লোভ লালসা তথা বিশ্বাসঘাতকতার বিন্দুমাত্র লেশ ছিল না। সবকিছুই ছিল বিশ্বাস আর সত্য ভালোবাসার চাদরে মোড়ানো। আমার ঐ পৃথিবী সত্য, সততা আর নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ আলোয় পরিপাটি ছিল। হ্যাঁ, সেখানেও আলোর ঝলকানি ছিল তবে মরিচিকার আলোর মত চোখ ধাঁধানো নয়! যা অন্যদের দৃষ্টিভ্রম ঘটিয়ে ভুল পথে নিয়ে যাবে। আলোর ঐ রুপটি শুধু তোমার কাছেই অন্ধকারের মতো অনুভূতি নিয়ে দেখা দিত।
জানিনা, আমি আলোর কোন রূপের দেখা পেতে চেয়েছিলে তুমি। যে ঝলকানিতে মোহবিষ্ট ছিলে তা তোমায় মরিচিকার মতই দ্বিধান্বিত করেছে মাত্র। আলোর পথে থাকা আলেয়া তোমাকে আলোর পথ খুঁজে পেতে দেয়নি বা তোমার চাকচিক্যময় বাহ্যিকতার কাছে তার ঠাই হয়নি। তোমার ভেতরের অন্ধকারটা বাইরের উজ্জ্বলতায় আবরণীত ছিল মাত্র। অন্ধকারের হাইওয়েতে তোমাকে আসতেই হবে।
সেদিন মেকি আলোয় ভরা জীবন গ্রাস করে চূর্ণবিচূর্ণ করে দিবে তোমায়। সেদিনেও তুমি ভাববে আমার চেতনায় শুধু অন্ধকারই ছিল।
আমার আলোয় আন্ধাহলুদের কোনও ছায়া ছিলনা তা, কিন্তু নয়। আর তা থাকলেও আমার অজান্তেই ছিল যা হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি বা অন্য কারো দৃষ্টিগোচর হওয়ার মত তেমন কিছুই ছিল না। তবে তাতে বিশ্বাস, ভালোবাসা ছিল শতভাগ শুদ্ধ। আর এই শুদ্ধতাই আমাকে আজ অন্ধকারে রেখেছে তোমার বদৌলতে। আমিও অন্ধকারে হাঁটতে হাঁটতে অভ্যস্ত হয়েছি, তবে আলোর পথেই রয়েছি। এই আশায় যে, এই অন্ধকারই আমাকে আবার আলোর পথে আলোকিত করে  উজ্জ্বলতায় ভরিয়ে দিবে নব জীবন।

No comments:

Post a Comment