যদি আমি সমুদ্রে যেতাম আমার মরদেহ তীরে ভেসে আসতো। আবার,যদি আমি পাহাড়ে উঠতাম আমার মৃতদেহ হয় ঘাসের উপর নয়তো পাথরের উপর পড়ে রইতো। আমি যদি ভালোবাসার জন্য প্রাণ দিতাম তবে অাত্তা অতৃপ্ত রয়ে যেত। তবে আমি যদি ভাষার জন্য প্রাণ দিতাম তাহলে সার্থক হতো আমার জন্ম।
একুশের চেতনায় উজ্জীবিত হোক তরুণ প্রজন্ম। শুধু আনুষ্ঠানিকতায় নয়, অন্তরে লালিত হোক রক্তঝরা একুশে ফেব্রুয়ারি।
No comments:
Post a Comment