Wednesday, February 27, 2019

বৃষ্টির কান্না

খুঁজে পাবে বৃষ্টির বর্ষণে, কাঁক ভেজা হয়ে ঘুরে বেড়ানো শহরতলীর নির্জনে। বৃষ্টির একফোঁটা তুলতেও পারে ঝড় তোমার হৃদয়কোণে। কান্না লুকাতে বৃষ্টিতে ভিজে নিও, নিজেকে আড়ালে ঠকাতে। মনে হলে বৃষ্টিতে ভিজে  দেখো, প্রতিটা ফোটা তোমায় কাঁদাবে নিরবে।

No comments:

Post a Comment