Friday, February 15, 2019

নিজে বাঁচুন অন্যকে বাঁচার সুযোগ দিন

যদি নিজে বাঁচতে পারো, তবে তোমার সাথে যারা আছে তাঁরা বাঁচার সুযোগ পাবে। আর নিজে যদি দুর্দশার মধ্যে থাকো তবে অন্যের জীবনের চিন্তা না করায় ভালো। আর করতে গেলেও তুমি নিজেই আপমানিত হতে পারো। নিজে বাঁচা মানে অবিবেচক হয়ে বেঁচে থাকা, তা কিন্তু নয়?

No comments:

Post a Comment