Sunday, March 17, 2019
স্বর্ণ -২
তুমি জানোনা মা একটা প্রতিচ্ছবি রক্ত ঝরায় অন্তরে প্রতি মুহূর্তে। তুমি জানতেও পারবে না হয়তো, বুকের বামপাশে তীব্রভাবে ব্যাথা যুক্ত নির্ঘুম রাতের কি যে কষ্ট! দূরে আছো বলে ভেবোনা স্পর্শ থেকে তুমি বঞ্চিত।
যদি বলো কেমনে তুমি আমায় আদর করো? ওরে স্বর্ণ মা, আমার দিবারাত্রির নিদ্রালু তন্দ্রাচ্ছন্ন ক্ষণে না ডাকিতে আসো তুমি আমারে বুকে জড়াতে। বিশেষ ঐ মুহূর্তকাল সারাদিনমান রাখে আমায় চলমান। শুনেছি সেই কবে পেছন থেকে আমায় ডেকেছিলে আব্বু বলে। কানে আজও তা সুমধুর শুরে বেজে উঠে।
তবে যাহোক, সময় তোমাকে ফেরত দিবে আপন ঠিকানাতে। আরও বলি প্রশ্ন করোনা আমায় কেমনে থাকি এমন করে? সময়ই তোমাকে হাজারো প্রশ্নমালার উত্তল বলে দিবে।
❤❤❤ প্রত্যাশা ❤❤❤
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment