Monday, March 25, 2019

এলোকেশী

অবাধ্য রেশমি কালাে কেশ শুনেনা বারণ। আমায় দেখতে দিবে না বলে ঢাকিয়া দেয় ঐ চন্দ্র বদন। শত চেষ্টার পরেও থামাতে পারেনি তোমার ঠোঁটের হাসি অকারণ।

তোমায় বলে রাখি, অবাধ্য কেশ গুচ্ছকে এর পরে দিও শাসি। এমনিতেই দেখিতে চাহিয়া দেখা নাহি পাই। একটু দেখা দিলেও বা যদি, এলো কেশ এসে রাখিতে চাহে আড়াল করি।

No comments:

Post a Comment