Wednesday, March 20, 2019

কোমলতার মাঝে লুকানো কষ্ট

ফুলের কোমলতা তোমায় আঘাত করতে পারে না বলে তুমি তার ওপর খুব সহজেই পা মাড়িয়ে চলতে পারো। আর এজন্যই হয়তোবা কিছু ফুলে কাঁটা থাকে, তোমায় বোঝাতে, পৃষ্ট হয়ে রক্তাক্ত হওয়ার কি যে কষ্ট। শুধু ফুল ভেবে, কাঁটাযুক্ত ফুলে একবার স্পর্শ করেই দেখো কিভাবে তোমায় নিরবে করে রক্তাক্ত!

No comments:

Post a Comment