দৃশ্যত সবই বিদ্যমান, তবুও কিছু একটা তোরে করেছে ম্রিয়মাণ। চিরচেনা হাসিতে চিড়ধরেছে, ঠোঁটেরকোণে কিছুপরিমাণ দুঃখময় বার্তা ভেসে উঠেছে। উদারমনা দৃষ্টিমেলে দূরদেশী কারো অপেক্ষমাণ।
শুধূই এটা নয় অবাধ্য মনের চিন্তন। আড়ালে লুকিয়ে থাকা গভীরঅরণ্যে রোদন। তবে যাই বলিস সবকিছু ঠিকঠাক হলেও, ভেতরবাড়িতে হয়েছে কিছু পরিবর্তন।
No comments:
Post a Comment