Wednesday, March 6, 2019

হলুদের রঙ পেতে সবুজের বিলীন

কাঁচা হলুদের মিষ্টি রঙে মন ডুবিয়েছি সেই কবে! জানা ছিল না তা কিন্তু নয়,হলুদ খুড়ে বের করার আগে সবুজ ডাটিগুলো কাটা হয়। জগৎসংসার বড়ই নির্মম হলুদের রঙ পেতে কাটে সবুজ পাতাদ্বয়। সবুজের আর কি দোষ বলো তোমায় হলুদে রাঙাতে মাটিতেই মিশে যায়।

No comments:

Post a Comment