Saturday, March 30, 2019
নিজের অনুভূতি হোক আপরের অনুভূতি
সর্বস্ব হারানো মুখের প্রতিচ্ছবি আপনার হৃদয়কে স্পর্শ করেনা, যতক্ষণ না তা আপনার সাথে ঘটে। আপনি ততক্ষণ পর্যন্ত নিরস চোখে চেয়ে থাকেন, যতক্ষণ না ঝড়ের বালি এসে পড়ে আপনার দৃষ্টিকোণে। আপনি ততক্ষণ হাসতেই থাকেন, যতক্ষণ না আপনার হাসির বস্তু মাটিতে লুটায়ে পড়ে। পুড়ে ঝলসানো ক্ষতের কি মহা যন্ত্রণা আপনি বুঝতেই পারেন না,যতক্ষণ না আপনার গায়ে আগুনের একটু আঁচ লাগে। আপনি তখনো বুঝতে পারেন না যখন পাশের বাড়ির মেয়েটা লাশ হয়ে পড়ে থাকে, যতক্ষণ না তা আপনার মেয়ের সাথে ঘটে। আপনি সেদিন টেরও পাননি যেদিন কলিমুদ্দির একমাত্র রোজগেরে ছেলেটা রাস্তায় চাকার নিচে চাপা পড়ে মাথার খুলি হারায়,হয়তোবা বুঝবেন যেদিন দেখবেন আপনার সন্তান চাকার পৃষ্ঠতলে পড়ে নিয়েছে চিরবিদায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment