Wednesday, March 6, 2019

স্বর্ণ

স্বর্ণ মাটি,পাথর বা ধাতুর তৈরি প্রাণহীন কাঠামো নয় যে,তা স্বর্ণালংকিত করলেই তার জীবন পরিপূর্ণতা লাভ করবে।

মানুষের জন্মগত অধিকার থেকে বঞ্চিত করে তাকে পুতুলের ন্যায় সোনা দিয়ে মুড়ালেই কি সব হয়ে যায়? না হয় না,আর এটা কখনওই সম্ভব নয়। অবুঝ যেদিন বুঝবে সেদিন ভাঙ্গবে তোদের ঘুম। রক্ত মাংসের দেহটা যেদিন বুঝবে যে, সে কোন কাঠামো নয়। সেদিন ঠিকই স্বর্ণের শিকল ছিন্ন করে খুজে নিবে আপন ভুবন।

No comments:

Post a Comment