মানসিক হাসপাতালের সবাই কি মানসিক রোগে আক্রান্ত? নাকি ওরা কারো বিকৃতমস্তিষ্কের বিকৃত চিন্তা দ্বারা লোহার শিকলে আবদ্ধ???
মানসিক হাসপাতালের অধিকাংশ রোগীরা তাদের আপনজন দ্বারা প্রতারিত। পাশে থাকা মানুষটি যখনি সত্য বলার চেষ্টা করেছে। ঠিক তখনি তাদেরকে উম্মাদ,মানসিক ভারসাম্যহীন,পাগল,বিকৃত
মস্তিষ্ক,লোভী ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করেছে।
তাদের আপকর্মগুলো মাটি চাপা দেওয়ার জন্য। বর্তমান সমাজ,পরিবার, বিভিন্ন সংস্থা,অফিস,আদালত ইত্যাদি জায়গায় ওরাই প্রাধান্য পায়। সকল ফলাফল তাদের পক্ষে থাকে। প্রকৃত দোষী সাব্যস্ত হয় সত্য বলতে যাওয়া ঐ নিরপরাধ মানুষগুলো।
😇😇পাবনা মানসিক হাসপাতালের রোগীদের উপর নির্মিত একটি রিপোর্টের তথ্যের আলোকে 😇😇
No comments:
Post a Comment