Tuesday, March 26, 2019

সন্তানের খেলনা

🚻🚼উত্তরসূরি🚻🚼

♻সন্তানের খেলনা নির্বাচনে সতর্ক হউন♻

এইতো সেদিনের দেখা একটি বিষয়। আজ হঠাৎই একটা ছবি দেখে পুনরায় ভাবিয়ে তুলেছে মানবের বিবেকবোধকে। তবে যাইহোক ছবির গল্পটা শোনাযাক এবার, এক বাবা তার সন্তানের জন্য খেলনা পিস্তল নিয়ে এসেছে। বাবার কাছে থেকে এমন উপহার পেয়ে সন্তান মহাখুশি। ছুটির দিনে বাবা ছেলের আড্ডা চলছে বেস চুটিয়ে। খেলতে খেলতে এক পর্যায়ে হঠাৎ করে বাবার মাথায় পিস্তল তাক করেছে ছেলে। এটা দেখে বাবা আনন্দিত হয়ে ছবিও তুলে নিলেন। পরে আবার সেই ছবি ফেসবুকের প্রোফাইলে পিকচার বানালেন। এভাবে সেই ছেলে বড় হতে থাকে। তার মনে আজও আছে সেইদিনগুলোতে বাবাকে খেলনা পিস্তল দিয়ে গুলি করতো অনায়াসে। কখনো কখনো বাবাও আভিনয় করতো গুলি খেয়ে মরে যাওয়ার।
বাবার দেয়া এ শিক্ষা ভবিষ্যতে হবে সর্বনাশা কে জানতো। ছোট থেকেই ছেলের পিস্তল নিয়ে খেলতে ভালোলাগার বিষয়টা কবে যে মানুষ মারার নেশা হয়ে গেছে তা টেরও পাইনি পিতামাতা।
হঠাৎই কোন কারণে ছেলে তার বাবার মাথায় পিস্তল ঠেকালো। বাবা মনেকরেছে ছেলে আমার ছোটবেলার মত আজও হয়তো দুষ্টামি করছে। এর কিছু মূহুর্ত পরেই বাবা টের পেলেন ছেলে আজ খেলনা পিস্তল নয় নিয়ে এসেছে দামি রিভালবার। পরে যা হওযার তাই হলো। যেমন খেলনা তেমন তার ফল।

তাই বলি আজ, ভেবেচিন্তে সন্তানের জন্য খেলার সামগ্রী ক্রয় করুণ। আপনার সন্তানের জন্য যে কোন কিছু ক্রয় করার আগে একবার ভেবে দেখবেন, ঐ বিষয় বা বস্তু থেকে আপনার সন্তান কি ধরনের জ্ঞান লাভ করছে। আর ঐ বিষয় বা বস্তুর পরবর্তী প্রভাব ইতিবাচক না নেতিবাচক তা  মূল্যায়ন করুণ। কারণ আপনি আজ যা শেখাবেন আগামীকাল তাই ফেরত পাবেন। ভেবে দেখবেন বিষয়টি? সুস্থ, সুন্দর মন আর মূল্যবোধ নিয়ে বেড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।

No comments:

Post a Comment