Monday, March 11, 2019

অসহায়ত্ব

"মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে " একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

 দেখার কেউ নেই, তবুও একটু প্রচেষ্টা মাত্র। আজ এক অসহায় সম্বলহীন বিধবা বৃদ্ধার কথা বলছি। তবে চলুন জেনে নিই এই বয়োবৃদ্ধার জীবনের কিছু কথা( তার মত করে বলার চেষ্টা করলাম)।
নাম জিগ্যেস করলে বলেন তার নাম সাজেদা। নামের সামনে পিছনে কি আছে তিনি বলতে পারলেন না, তিনি বললেন সবাই সাজেদা নামেই চিনে। আনুমানিকভাবে তার বর্তমান বয়স কম বেশি  সত্তর (৭০) বছর প্রায়। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ডাকরা ইউনিয়নবোর্ডের অধীনে শিমুলিয়া গ্রামে বসবাস করেন। তার ভাষ্যমতে প্রায় তিরিশ (৩০) বছর আগে তিনি বিধবা হন।


বসতবাড়িটাও অন্যের জমির উপর নির্মিত। সংসারে তার তিনটি মেয়ে আছে। মেয়ে তিনজন শারীরিকভাবে পক্ষাঘাতগ্রস্ত। বিধবা ও তার মেয়েদের জীবিকা নির্বাহ হয় বিধবা বৃদ্ধার ভিক্ষাবৃতি দ্বারা। তার কাছে জানতে চেয়েছিলাম যে, আপনি সরকারী কোন সাহায্য সহযোগীতার জন্য কাউকে বলেননি বা কোন ধরনের সরকারী সহযোগীতা পান কি না? উত্তরে তিনি বলেন অনেকেই নাকি তার বিষয়ে জরিপ করে আসেন তার পর আর কিছুই হয় না। তিনি আরও বলেন রিলিফ কার্ড, বয়স্ক ভাতার জন্য বিভিন্নজনের দারস্থ হয়েছেন। তবে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিতে পারাই তিনি ঐ সুযোগ সুবিধাদি থেকে বঞ্চিত আজ অবধি। জনবা সাজেদা কথা বলতে বলতে কেঁদে ফেললেন আর বলতে থাকলেন এভাবে আর কতদিন? শরীরটাও বেশ ভালো যাচ্ছে না। তিনি অসুস্থ হলে কি করবেন? কেমনে তার শেষ জীবন অতিবাহিত হবে?  এমন অনেক প্রশ্ন করতে থাকেন নিজেই নিজেকে।

আমার জায়গা থেকে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিলনা। আর যেটুকুন করার সাধ্য ছিল সেটুকুন চেষ্টা করলাম মাত্র। আর প্রশ্ন রয়ে গেল হাজারো বিবেকের কাছে, আমরা এমন কেন?

No comments:

Post a Comment