Thursday, March 28, 2019

মা'গো আমায় কি দিয়েছো।

মা'গো সেদিন তুমি কেন রক্তাক্ত করেছিলে তোমার অঙ্গজুড়ে থাকা সুতী শাড়ীটারে? কেন এগিয়ে দিয়েছিলে কাঁটা রাইফেলের সামনে সাদা গেঞ্জি গায়ে দেওয়া তোমার অবুঝটারে? সেদিনেও পুড়েছিল তোমার ঘর স্বাধীনতা অর্জনের অনলে! তবে আজও কেন তোমার শাড়ীর আচঁল ভিঁজে কাঁন্নার জল মুছতে? কেন আজও তোমার হৃদয় ক্ষত-বিক্ষত হয় আগুনে ঝলসানো লাশের মিছিল দেখে? আজও কেন তোমার মেয়েরা ধর্ষিতা হয়ে পড়ে থাকে অজ্ঞাত নামে? তোমার ছেলের লাশ আজ ব্যাগে বন্দি থাকে শতটুকরো হওয়ার পরে! তোমার কাছে আমার প্রশ্ন রইলো স্বাধীনতার নামে তুমি কি দিয়েছো আমারে?

No comments:

Post a Comment