Thursday, March 21, 2019

ঋণ কর্মী

           ঋণ কর্মীর সাথে আপনার আচরণ

যদি ঋণ পরিশোধের যোগ্যতা না থাকে তবে ঋণ গ্রহন করতে যাবেন না। কারণ ঋণ দাতার পক্ষ থেকে যখন ঋণের কিস্তি নিতে আসে তাকে আপমানের স্বরে কথা বলার কোন যোগ্যতায় আপনার নেই। আপনার বাবার টাকায় পড়াশুনা করে বা আপনার নিকট হতে দু-টাকা খেয়ে বসে নেই যে,আপনার যা ইচ্ছা তাই বলবেন।

 ঋণ কর্মীরা ভিন দেশী কোন এলিয়েন নয় ওরা আপনার আমার মত এদেশেই বাস করে। ওরাও কারো ভাই,কারো বোন বা কারো সন্তান। ওদের সহায়তায় আপনি আপনার জীবন জীবিকা পরিচালনা করেন। আবার ওদের সাথে অপ্রয়োজনীয় দুর্ব্যবহার করেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে প্রশ্ন রইলো?

ঋণ গ্রহন করে যথা সময়ে পরিশোধ করা আপনার দায়িত্ব। আর এর মাধ্যমে সমাজে আপনার ইতিবাচক ইমেজ বাড়তে থাকে। ঋণের টাকা পরিশোধে আপনার গড়িমসি আর ঋণ কর্মীর জোটে বসের চোয়ালের বাড়ি। আপনার অকৃতজ্ঞ অচরণ হুমকিতে ফেলে দেয় ঋণ কর্মীর জীবন-যাপন।
আপনি আপনার জায়গায় অবোধের মত করে চলেছেন নোংরা অচরণ। অন্যদিকে আপনার বোন ভগ্নী আত্মীয় স্বজন দেশের অন্যপ্রান্তে অপমানিত হচ্ছে সারাক্ষণ। আপনি ভেবে হয়তো খুশি হন আমার অমুক তমুক ঐ প্রতিষ্ঠানে কাজ করে কামাই রোজগারও বেশ ভালো,থাকে অমুক জেলায় বেশ আরামে। কিন্তু প্রকৃত আবস্থা যে কি আপনি বুঝতে পারবেন আপনার এলাকার কর্মীর প্রতিদিনের জীবনে। সাথে এইটুকুও ভাববেন আপনার আচরণ কেমনে ক্ষতবিক্ষত করে আপনার এলাকার ঋণ কর্মীকে।

জীবনের তাগিদে আপনার বোন, ভগ্নী আত্মীয়পরিজন মুখে হাসি নিয়ে বাড়ি আসেন ঠিকই। কিন্তু আপনি আপনাকে জিজ্ঞাসা করুন ঐ হাসির আড়ালে লুকানো কি যে কষ্ট। আপনার এলাকার ঋণ কর্মীর সাথে আপনার কৃত জঘন্য আচরণ আপনাকে না কাঁদালেও কাঁদে আপনার আত্মীয়স্বজন। কিভাবে তা একটু ভেবে দেখুন?

আপনি ঋণ পরিশোধে সচেতেন হলে বুক ফুলিয়ে চলবে আপনার আত্মীয়পরিজন। আত্মীয়জ্ঞান থেকেও আপনি ঋণ পরিশোধে হতে পারেন সচেতন।

পরিশেষে বলি, প্রবিত্র কোরআন হাদীসের বাণী, " অপরিশোধ কৃত ঋণের জন্য মৃত ব্যক্তির আত্মা পৃথীবিরও আসমানের মাঝে ঝুলে থাকে তা সবাই জানি"। যথা সময়ে নিজে ঋণ পরিশোধ করি ও অন্যদের ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করি। সুখী সমৃদ্ধ জীবন-যাপন ও সুন্দর পরিবার তথা দেশ হোক সমৃদ্ধশালী সকলেরই তা কাম্য।

No comments:

Post a Comment