বহুদিন পর প্রেমময়ী সেই পথে হঠাৎ বিচরণ।
হাঁটছি ঠিকই তবে উদ্দেশ্য ছিল ভিন্নরকম । ব্যবধান শুধু সময়ে, স্মৃতিগুলো আজ বিস্মৃতির আড়ালে ধূলার আস্তরণের মত প্রলেপে ঢাকা পড়েছে। তবুও মনুষ্য মন বলে কথা, হৃদয়কোণে নানারকম স্মৃতিগুলো দিয়ে যাচ্ছে দ্বোলা। দু- একবার পাশফিরে দেখিনি তা বলবো না কারন মন শোনেনি বারন।
তবে দৃষ্টির ভাষায় বেশ পরিবর্তন, কারণ কাঙ্খিত বিষয়ের বহুদূরে বসত। দীর্ঘ পথচলায় সাথে ছিলে তাই বুঝি মনের মধ্যে করে যেন কেমন কেমন। সময় চলেছে সময়ের নিয়মে,কিন্তু স্মৃতিগুলো থেকে যায় অন্তরালে।
একইপথ একই মানুষ শুধু সময়ের ব্যবধানে অবস্থান ভিন্ন।
আফসোস নেই কোন কারণ সেই পথে তুমি নেই আমারি জন্য। জগতটা এমনি একজনে থেকে যায় চির দৈন্য।
No comments:
Post a Comment