Wednesday, March 6, 2019

কৃষ্ণ কলি

দিগন্তবিস্তৃত খোলা ধানের মাঠ। মাঝখানে এঁকে বেঁকে চলেছে খেয়ালী মেঠো পথ। দুপাশে দারুণ বেড়ে উঠেছে ইউক্যালিপটাস গাছ। মনেপড়ে তোমার, মৃদুমধুর হালকা হাওয়ায় পথচলা হাতে রেখে হাত। হয়ত ভুলেই গেছো তুমি? আমি কিন্তু যাইনি ভুলে,কারন সেটাছিল আমার রোজকেরে পথ।

No comments:

Post a Comment