Wednesday, March 13, 2019

চাকরির বিজ্ঞাপন ও বেকারের কান্ড

শিক্ষিত বেকারের উষ্ঠাগত প্রাণ আর শূণ্য পকেট নিয়ে খেলছে যত  চাকরি দাতা মহাজন। আবেদন ফি এর নামে চলছে অবৈধ বাণিজ্য। বৃহৎ সংখ্যার পদখালী বেকারের মন নেয় কাড়ি। না বুঝিয়া বেকার হুমড়ি খেয়ে দিচ্ছে আবেদন হওয়ার জন্য স্ব-কার।
প্রতিদন কত চাকরির বিজ্ঞাপন আসে খবরের কাগজে। সাথে থাকে শর্ত না করিলে পূরন ডাকিবে না মহাজন। আবার সাথে থাকে অর্থের বিবরণ। লোভনীয় বিজ্ঞাপন আকৃষ্ট করে বেকারের মন। তবুও চাকরি দাতা খেলছে খেলা দেখায়ে প্রলোভন। দু'শো (২০০) জনে বলে লাগবে দু'হাজার জন। তবে এটাকে বলতে পারি বেকার নিয়ে বাণিজ্য। কর্মহীন শ্রেণীকে নিয়ে নতুন কৌশলে ধনতান্ত্রিক যুগে ধনীদের ব্যবসা সফল বাণিজ্য। এ ব্যবসায়ে ব্যবসায়ীর পুরাই লাভ ক্ষতি নেই সঙ্কা। আর কত, আর কতদিন চলবে বোকা বানানোর এ বাণিজ্য।

বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই আর কিসে ভরবে অর্থলোভীদের মানুষ খেকো পেট। ওরা কি কোনদিনও বুঝবে না কিভাবে পার হয় দীর্ঘশ্বাসে ভরা বেকারত্বের দিনগুলি।

No comments:

Post a Comment