Wednesday, March 13, 2019

সাদাতেই সব

সাদাতে হয় জন্ম ,আবার সাদায় ধুয়ে হয় শুদ্ধ । অবশেষরূপেও  সাদায় মুড়িয়ে রাখে সাড়ে তিন হাত গর্তে। সাদায় শুরু সাদাতেই শেষ, কি হবে এত রঙিন বেশ?
শুরু থেকে শেষ সাদাতেই হয় শেষ। রঙে রঙিলা মন উড়ায়েছো রঙিন ভুবন। ভুলেও ভাবনি তুমি নিমিষে হবে শেষ তোমার রঙিন জীবন। তবে এত রঙের কি প্রয়োজন। সাদামন সাদাসিধে জীবন ওপারে পাবে রঙিন ভুবন।
তাইবলি সদা সর্বদা সাদাকে করো লালন।

No comments:

Post a Comment