আম গাছে এসেছে বেজায় মুকুল। গাছের আতা তোমায় না খাওয়াতে পেরে ব্যাকুল! ওদিকে আবার সবেদা পাকার লেগেছে ধুম। নতুন অতিথি হয়ে এসেছে লিচু গাছে মুকুল। জ্বর সারাতে জাম্বুরা ফল তোমার অপেক্ষারত! কুল,বরই সবইতো পেকে হয়েছে সাবাড়। ভেবো না তুমি রাখা আছে আচার। কি বলবো আর কামরাঙ্গার কথা, তোমার মামি খেয়ে বলতো যা তা!
No comments:
Post a Comment