Friday, March 22, 2019

ক্রন্দনরত প্রেয়সী

💘💘💘কাঁদতে দেখেছি নিরবে নিভৃতে। অশ্রুশিক্ত নয়নের কাঁন্না চুয়ে পড়েছে বদন জুড়ে। সে চাপা কাঁন্না বাকরুদ্ধ করেছে তোমারে। কাঁন্না লুকাতে চেয়ে পারোনি তা লুকাতে। তোমার ক্রন্দনধ্বনি আঘাত করেছে হৃদয়ে। তবুও তুমি অবাক হয়েছো তার মুখের হাসি দেখে। কিন্তু তুমি বুঝতে পারোনি হাসির আড়ালে লুকানো ক্ষতবিক্ষত হৃদয়টারে। তুমি অবাক হতেও পারো এ আবার কেমন কাঠখোট্টা লোক বাপরে।

এমন ভাবনা তুমি ভাবোনি স্বপ্নে কেমন করে এমন অবস্থায় সে থাকে নিরবে। তুমি শুধু দেখোছো পাথর মূর্তি  মুখটারে, তোমার অনুভবে আসেনি হৃদয়ে লুকানো কুসুম কোমল মনটারে। তুমি জানতেও পারবেনা কেমনে সে রয়েছে বেঁচে। সেটা না হয় থাকুক গোপনে। তবে তোমায় বলি এমন করে বুক ভেজাবে না কাঁন্নার জলে। চেষ্টা রাখিবে শত আঘাতেও হাসি মুখে রইতে। তুমিও জানো ঠোঁটের কোনে একচিলতে হাসি লুকাতে পারে শত ব্যাথা  কষ্টরে।💘💘💘

No comments:

Post a Comment