Tuesday, March 19, 2019

অভিনন্দন জানাই

নিজের মনের ইতিবাচক চিন্তাধারা ও বিষয়াবলীর বর্হিপ্রকাশ যখন, অন্য কোন ব্যক্তি, বিষয় ও বস্তুর মধ্যে প্রতিফলিত হয়।
তখন সেই ব্যক্তি,বিষয় ও বস্তুর প্রতি অভিনন্দন জ্ঞাপন না করলে নিজেকে অকৃতজ্ঞ মনে হতে পারে ভেতর থেকে। কারণ পারিপার্শ্বিকতার জন্য অনেক কিছুই আমরা চাইলেও বলতে,লিখতে বা কার্যে রুপান্তর করতে পারিনা।
বিভিন্ন সীমাবদ্ধতা যখন আমাদের ঘিরে ধরে তখন কেউ যদি সেই অদৃশ্যমান নেতিবাচক শৃঙ্খলকে উপেক্ষা করে কিছু বলে,লিখে বা বাস্তবে রুপ দেয় তখন তাকে অন্তর থেকে অভিনন্দন  জানানো অবশ্যকর্তব্য হয়ে উঠে।

No comments:

Post a Comment