অনিন্দ্যসুন্দর প্রকৃতির মাঝে,মাতাল হয়ে ছিলেম তোমাদের সাথে সে অনন্দঘন মুহূর্তকালে। সবভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার কি যে অনন্যতা বোঝায় বলো কেমন করে।
জানো আজ বন্ধু জনেও দুরুত্ব বেড়েছে ঠিক যেন ফেলে আসা ধূসর স্মৃতিলোপে। তবে কিছু স্মৃতি মনের ফ্রেমে না থাকলেও রাখা আছে এ্যালবামে।
শতেক ব্যস্ত জীবনে স্মৃতিরোমন্থন করে এ্যালবামের পাতা উল্টোভাবে উল্টাতে গিয়ে চোখ আটকালো এইখানে।
একা নয় আমি তবুও একাকীত্ব মাঝে মাঝে ভর করে। তখন মনের অজান্তেই হারিয়ে যায় অযান্ত্রিক প্রকৃতির কোলাহলে।
No comments:
Post a Comment