Thursday, March 21, 2019

মিথ্যার দেশে

🌌স্বপ্নে বেড়ায় ঘুরে 🎢

সেদিন গেলাম মিথ্যার দেশে, ওখানে দেখি সত্যকে ওরা বোকামি বলে জানে। মিথ্যুকরা বুদ্ধিমান বলে এখন খ্যাতিসম্পন্নদের দলে। সেখানেও নাকি ফাইল নড়ে না সব সত্য হলে। আরও দেখি মিথ্যাচারী পার পেয়ে গেল তদন্তকারীর কাছে। সবকিছু নাকি বন্দি এখন সাক্ষ্য আর প্রমানের বেড়াজালে। ওখানেও আছে দেখলাম অনেকেই বিষধর সাপের ন্যায় নারীদের পা চাটা হাদিদের মতন।
সত্য বললে নাকি বদলি হয় যখন তখন। আবার সত্য নাকি কর্মচ্যুত হওয়ার মূল কারন। মিথ্যায় নাকি রাখে ওদের কর্মচঞ্চল জীবন।
ওরাও দেখি প্রয়োজনের তাদিগে প্রিয়জনদের পাগল বানায়, বলে ওম্মাদ বদ্ধ পাগল। সবশেষে যা দেখি সত্যপথে থাকা মানে খুব বড় দোষী। দেখলাম এক মিথ্যাচারিণী নিজের জন্য অন্ধকূপে ঠেলে দিল প্রতিমারুপ সন্তানের ভবিষ্যৎকাল।
প্রস্থানের ঠিক শেষ মুহূর্তেও শুনি মিথ্যার বিহ্বল।

No comments:

Post a Comment