একটা প্রতীক চিহ্ন একই সীমারেখার বন্ধুত্বের মাঝে পাশাপাশি চলতে সবিস্তর ব্যবধান করে বসেছে মগজে।
বন্ধুত্বেও ও প্রিয় মানুষগুলোর সাথে সম্পর্কের চিড় ধরছে ভিন্নরূপ প্রতীকে সমর্থন করার জন্য। চিরচেনা মানুষগুলো দূরদেশী হয়ে দুরুত্ব বজায় রেখে চলে একই সীমানায়। দেখে তাজ্জব হয়ে যায় প্রতীক চিহ্নে সমমনা না হওযায় সম্পর্কগুলোর অবনমন।
মানবীয় মননদৈন্য থাকতেই পারে,আর থাকাটা স্বাভাবিক। কারন সৃষ্টিকৌশলটাই একজনকে অন্যজন থেকে করেছে পৃথক। তেমনি মতাদর্শেও ভিন্নতা থাকা স্বাভাবিক।
তাইবলে কি সম্পর্কগুলো নষ্টনীড়ে পরিনত হবে এ কেমন কথা।
No comments:
Post a Comment