উপন্যাস পড়ে পাঠোদ্ধার করা গেলেও অনুধাবন ও লালন করা উপন্যাসে ব্যবহৃত কিছু দুর্বোধ্য শব্দের মতই কঠিন!
তবুও নিজস্ব অনুবাদের ভাষাবোধ দিয়ে বিচার করে চলছে জীবনপথের কতশত ছেঁড়াফাটা উপন্যাস আর উপন্যাসসমগ্রে আগত বিভিন্ন চরিত্র !
ঠিক যেমন অসমাপ্ত ও অসমাপ্তিজ্ঞাপক বাক্যে রচিত কাব্য,নাটক,ছড়া,কবিতা আর জীবনের গল্প !!!
দূরন্ত পথিক
♻️♻️♻️♻️
No comments:
Post a Comment