কবিতা তোমার লিখিত
শব্দে
ভালোবাসায় ভাসি
সমুদ্রের উথালপাতাল তরঙ্গের মতন।
কবিতা তোমার বলা শব্দে কতশত
দুঃখ
মুহূর্তে গেছে দূরে সরে
বাম পাশের ব্যাথাটা হঠাৎ থেমে গেছে।
কবিতা তোমার ভুবনমোহন সুরে
হৃদয় পরিতৃপ্ত হয়েছে শতেকখোয়ারি
শতজনমের ভালোলাগা সহস্র
সুরেলা গানে!
কবিতা তোমার বলা শব্দে কবিওয়ালা
কাঁদতে শিখেছে
শিলাকণা পাথর চোখে অঝোরে ঝর্ণা ধারা বয়ে গেছে।
কবিতা তোমার হৃদয় ছোঁয়ানো শব্দে
পাতা ঝরা মৃত প্রায় বৃক্ষটি পত্র শোভিত
হয়ে সবুজ ছেয়ে
No comments:
Post a Comment