Tuesday, August 10, 2021

গুল্মলতা

থেকে যেতে হয় কখনো কখনো
আটকে যায় কতশত হৃদয়
কত বিহঙ্গ ঝরে পড়ে
ক্ষয়ে ক্ষয়ে যায় নিরবে
ক'জন রাখে সে খবর!
বিটপী বনে কতশত তরু জন্মে
ভালোবাসা পেয়ে কটা তরু
মানুষের আঙিনা জুড়ে থাকে!?
গুল্মলতা বা আগাছা বলে
মানুষের হাতে বলিদান হয়
প্রতিদিনে!
গুল্মলতা ওরাতো অনাদরে
অবহেলায় জন্মে!
আবার মানুষের আঙিনায়
শোভাবর্ধনে নিত্য বলিদানে
সুখের হাসি হাসে!
চন্দন বা শীল কড়ই কিংবা
সেগুন, শাল,
আদরে আবদারে বেড়ে উঠে চিরকাল।
অনাহুত হয়ে বেড়ে উঠা গুল্মলতা,
ওদের জল সেচনের জায়গা করে দখল।

জল সেচনের অজুহাতে
কিংবা আগাছা সরানোর নামে,
গুল্মলতা সরায় সর্বাগ্রে
ওদের বৃদ্ধিতে বাধা পাবে
বলে!

জন্ম রহস্যাবৃত
🌱🌱🌱🌱🌱

বেঁচে থাকার স্বপ্নে/ কখনও কখনও রুদ্ধ হয়/ সত্যের প্রাণবায়ু!/ কতো নব উদ্যম হয় কবরস্থ।

কত বিহঙ্গ ঝরে পড়ে
ক্ষয়ে ক্ষয়ে যায় নিরবে,
ক'জন রাখে সে খবর!

বিটপী বনে কতশত তরু জন্মে,
ভালোবাসা পেয়ে ক'টা তরু
মানুষের আঙিনা জুড়ে থাকে!?

গুল্মলতা বা আগাছা বলে
মানুষের হাতে বলিদান হয় প্রতিদিন!
গুল্মলতা ওরা ও অনাদরে,
অবহেলায় জন্মে!

আবার মানুষের আঙিনায়
শোভাবর্ধনে নিত্য বলিদানে
সুখের হাসি হাসে!
নিয়তির দারুণ পরিহাস!

চন্দন বা শীল কড়ই কিংবা
সেগুন, শাল......
আদরে, আবদারে বেড়ে উঠে চিরকাল।
অনাহুত হয়ে বেড়ে উঠা গুল্মলতা,
ওদের জল সেচনের জায়গা করে দখল;
জল সেচনের অজুহাতে
কিংবা আগাছা সাফাইয়ের নামে,
গুল্মলতাই বলি হয় সর্বাগ্রে!
ওদের বৃদ্ধিতে বাধা পাবে
বলে!
তবুও গুল্মলতারা জন্মায় চিরকাল, বেড়ে ওটার স্পর্ধা নিয়ে!

 দূরন্ত পথিক
🌿🌿🌿🌿

No comments:

Post a Comment