Tuesday, August 10, 2021

রঙ্গতামাশা

রঙ্গতামাশা

ক্ষুধা পেটে  পানতা ভাতে
লবন মরিচ  পেঁয়াজ তাতে
গালে দিয়ে  দানাপানি দিন
যায় পাঁটে।

গামছাবাঁধা কোমরে
শক্ত মুঠি চলে সজোরে
ক্লান্ত হয় কাস্তে খানি
কৃষক নাহি থামেরে.....

এমনকরে দিন কাটে
বছরের বারোটি মাসে
কাদামাটি মাখে গায়ে
সকাল দুপুর সন্ধ্যারাতে

হঠাৎ কোকিল কাঁচি
হাতে
সেজেগুজে যায় মাঠে
ফটক তুলে ধাননেড়ে
মাথায় কতশত বুদ্ধিরে।

আঁটি বেঁধে মাথায় তুলে
ফটক ছাড়ে অনলাইনে
ফটক তুলেই কাম সারে
কামাতে নাম গামছাবাঁধে
কোমরে!

জনগনের রিলিফে
লম্বা চিবুক ধরে উঁচিয়ে
চশমাটা খানিক নামিয়ে
তাকায় দু'চোখ উপড়িয়ে

ঢপমারে চাষাভুষোর কাজে
নানান রঙের পোশাকপরে
রক্তচোষা নব্য জোঁকারে
আহ্! কি কাজ পাগলারে!

No comments:

Post a Comment