Tuesday, August 10, 2021

কবিতা২

অজানা ভাষার কবিতার বই
দূরদেশী দূরের কবিতা গেলে
কই!
কবিতার প্রথম পৃষ্ঠায় পাঠক
চমকিত হয়, ক্ষণেক বিরতির
পর,
প্রথম লাইনটাই গিয়ে দেখতে
থাকলো ভুল হলো না'কি কোথাও
তাই।
কবিতায় উলুবেড়িয়া ভাষা ছিল
জটিলতা বুঝে উঠার সময় স্থান
দেখবার সুযোগ সবই নাগালের
বাইরে রয়ে গেল হায়!
হেমন্তের কুয়াশার চাদরে পড়লো
না'কি ঢাকা ভালোলাগারকবিতার বই
লাইনগুলো তাই আজ অস্পষ্ট দেখিনাতো
শত প্রচেষ্টাতেও।
দূরন্ত পথিক






No comments:

Post a Comment