Saturday, August 14, 2021

অজানা অস্থিরতা

এখানে তেমন কিছুই নেই

তোমাতেই পড়ে আছে সব
নিরালায় বসে ভাবছি তাই
দিনেদিনে একি হলো সব!

আসে না শব্দরা আর
হারালো কোথায় কে জানে!
দিনশেষে খুলি ডায়রির পাতা
দেখি সব ভরে আছে শূন্যতায়
ঘষামাজা শুধু চলছে তাই!

লিখতে চেয়েছি দ্রোহের লেখা
আসছে প্রণয়ের রেখা
ভাবছি গাইবো সাম্যের গান
হৃদয়ে উঠছে ভেসে শুধুই
মন হারানোর সুরেলা গান!

ভাঙছে কলম পড়ছে নিব
কলম খাতায় হচ্ছে না মিল।
তাল লয় ভুলে গিয়েছি সব
মনপুরায় সুর ওঠে না
যেন তানপুরার তার হয়েছে ছিন্নভিন্ন
ধূলোবালি পড়ে ঢেকে গেছে।

শব্দের বাজারে সৃষ্টি হয়েছে দারুণ খরা
পড়ছে না ঘটে কিছুই ধরা...
।।

এখানে তেমন কিছুই নেই

তোমাতেই পড়ে আছে সব
নিরালায় বসে ভাবছি তাই
দিনেদনে একি হলো সব!

আসেনা শব্দরা হারালো কোথা
দিনশেষে খুলি ডায়রির পাতা
দেখি সব ভরে আছে শূন্যতায়
ঘষামাজা শুধু চলছে তাই!

লিখতে চাইছি দ্রোহের লেখা
আসছে প্রণয় ভাবের রেখা
ভাবছি গাইবো সাম্যের গান
হৃদয়ে উঠছে ভেসে শুধুই
মন হারানোর সুরেলা গান!

ভাঙছে কলম পড়ছে নিব
কলম খাতায় হচ্ছেনা মিল।
তাল লয় ভুলে খেয়েছি সব
মনপুরায় শুর উঠেনা যেন
তানপুরার তার ছিঁড়েছে কবে
ধূলোবালি পড়ে ঢেকে গেছে।

শব্দের বাজারে ইদাানীং 
দারুণ খরা,
চাইলেও মিলেনা আগুনজ্বলা 
সব শব্দরা...
।।

No comments:

Post a Comment