Tuesday, August 10, 2021

তুমি রবে নিরবে

জ্বালাতে জীবন প্রদীপ
অন্ধকূপের তেল মাথায়
তুলে
সলতে জ্বলে ধিকধিক।

নীরব পুড়ে ছাই-কালির
অশ্রুপাত,
আলোক শিখায় উজ্জ্বল
থাক দৃষ্টিপথ।
দ্বিধামুক্ত আত্মদ্রোহ
সম্মুখে এগুতে চালায়
বিগ্রহ.........

জ্যোৎস্নার জ্যোতি সঞ্চিত
তাপে উজ্জ্বল
পুনর্বার দহনে ছলচাতুরী
নাই ।
বিমোহন সুখে জুড়াও মন
চাপা পড়ে যায় তীব্র দহন।
অগ্নিময় শব্দে রক্তে জ্বালো
আগুন
অগ্নিরথে যাত্রাকারী সফল
যখন।
নীরবচারী তখনও নীরবে
নিভৃতে
তারার আলোর মতন....
আলোক উৎস চিরঅন্ধকারে
নিজেকে রাখে আত্মগোপন!
ঝিনুকশামুক মুক্তা করে চাষ
উদরসর্বস্ব হয় নিঃস্ব
দিতে আলোকিত সাজ!
দূর পথের সঙ্গী সদাই
পথে বেরুলেই জীবন
ভিখ মাঙ্গে অন্তরায়।
গন্তব্যে পৌঁছালে পরে
মিস্টি হাসিফুটে বদনমদিরায়।
ভূমণ্ডলে নীরবচারী কতকিছু
অলক্ষ্যে থেকেও প্রাণদায়ী














বাতিজ্বালায় ঠিকঠিক

আলো এমনিতেই
লাগে ভালো!?
তী


No comments:

Post a Comment