Thursday, August 19, 2021

বেঁচে থাকি তবুও!!!

 আচমকা ঝড়ে ভেঙ্গে পড়া বৃক্ষের মড়মড় শব্দে চমকিত হয় আপনার মন! কিন্তু মানব মেরুদণ্ড ভেঙ্গে যাওয়ার শব্দ আপনাকে প্রকম্পিত করে না কারণ তার শব্দাংঙ্ক আপনার শ্রবণ যোগ্য নয়! তথাপি যাদের মেরুদণ্ড খণ্ডবিখণ্ড হয় তারা এইপাশ থেকে ঐপাশ হতে লাগলেই সেই মড়মড় শব্দে প্রকম্পিত হয় অহর্নিশ!

আবার ভাঙ্গা শিরদাঁড়া নিয়ে মাথা উঁচু করে হেটে চলা কতটা কঠিন যারা হেঁটে চলে তারা খুব ভালোই জানে! আর আপনি চাইলেই তা অবলোকন করতে পারেন। এটা দেখার জন্য ঝড়ে ভেঙ্গে পড়া গাছটির বেড়ে উঠা প্রত্যক্ষ করলে কিছুটা বুঝতে সক্ষম হবেন হয়তোবা!

No comments:

Post a Comment