Tuesday, August 10, 2021

দূরেই ভালো

ইশারাই ডেকোনা কাছে
ভুলেরা তোমায় ভুলিয়ে
ভুল ডুবাতে পারে!

মনের দরজায় কড়া নেড়ে
ঘরের দুয়ারে দূরে আছো
দাঁড়িয়ে!

কুহকিনী কেকা রইলো
শতেক দূরে,
দূরেই থাকো শমনদ্বার
হয়ে।

প্রিয়জন না'কি দূরদেশী
হয়, শুনেছি লোকের
মুখেমুখে!

দূরন্ত পথিক

No comments:

Post a Comment