তারকায়িত আকাশে চাঁদ নেই আজ তবুও কিন্তু আলোক উজ্জ্বল বেশ। চাঁদের আলো না থাকলেও মেঘমুক্ত আকাশের উজ্জ্বল তারারা পথিককে ঠিক তার গন্তব্যে পৌঁছে দিবে। শুধু প্রয়োজন ঘেমমুক্ত আকাশ।
চাঁদ থাকার পরেও আকাশে মেঘ থাকলে তা আলো নয় অন্ধকারময় করবে পথিকের চলার পথকে। এতে পথিক আকাশে চাঁদ থাকার পরেও কালো অন্ধকার মেঘেরঘটায় দিকভ্রান্ত হয়ে পথ হারাবে।
চাঁদ তারা সবকিছুরই প্রয়োজন আছে জগতে পথিকের সঠিক পথ চলায়। তবে ঘনকৃষ্ণ বর্ণের মেঘ চাঁদ তারাকে আড়াল করে দিগভ্রান্ত করে পথিকের চেনা পথ!
মেঘের ঘনঘটা বুঝতেই পথ পাড়ি দিতে হবে পৌঁছাতে পথিকের কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে। কারণ চাঁদ তারার যেমন আলো দেয়,তেমনি মেঘমালাও গর্জে উঠে ভিজাতে উতপ্ত পৃথিবীকে।
No comments:
Post a Comment