বরফ গলনাঙ্কে পৃথিবীপৃষ্ঠাংশের
তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি নির্ণয়যোগ্য ;
হৃদয় পারদের গলনাঙ্কের তাপমাত্রা
হ্রাস-বৃদ্ধি নির্ণয় অযোগ্য!
চোখের নির্গত জলেও পরিমাপণ অসাধ্য...
সবুজ পাহাড় বিরান হয় হারায়ে জীবজল,সবুজপত্র হয় দীর্ণ!
দৃঢ়কল্পে দাঁড়িয়ে অপেক্ষারত কখন আসে পাখিদল আর মেঘমালা যদিও পাহাড় কিছু সময় রয় জীর্ণশীর্ণ।
যদি নাইবা আসে পাখিদল, বৃষ্টিজল ধুয়ে দেয় উপরিতল;
জীর্ণতায় তৃষার্ত বুকে জমে বিন্দু বিন্দু জল...
মৃতপ্রায় ক্ষুদ্রজীবে আর শেকড়বাকড়ে শুরু হয় অঙ্কুরোদয়,
রুক্ষমূর্তি পাহাড় বুক হয় পুনর্দখল সবুজের ছায়।
..............
অসমাপ্ত...
দূরন্ত পথিক
🍁🍁🍁🍁
No comments:
Post a Comment