শুরু থেকে শেষ মিথ্যায় হয়েছে নিঃশেষ।
মিথ্যা বুলিতে পরিচয় পেয়েছে হয়েছে আত্মীয় স্বজন।
পরে জানা যায় ওদের কেউ চিনেনা পরিবারের পরিচিত জন!
মিথ্যার মুখোশ পরে কেটেছে সারাবেলা।
ব্যাগ গুটিয়ে যখন হয়নি যাওয়া বলেছে তখন রেখো এসো এখন যাবো না এবেলা।
বলতে শুনেছি আনতে গিয়েছে টাকা
সকাল,দুপুর কিংবা রাত্রি বেলা।
ফিরে এসেছে যখন যাবে আর সে কথা বলা!
সকালে আব্বু এসে দিয়েছে টাকা
দুপুরে আসবে ভাই ভাবি হবেনা সময় এবেলা। বিকেলে যাবো খালার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা। যদি পারি হবে দেখা রাত্রি বেলা! দেখা হবে কি, শুনি য হাতে ব্যান্ডেজ বাধা কি যেন হয়েছিল সন্ধ্যা বেলা! দুটো ফোনে চারটি সিম ওয়েটিং থাকতো রাত্রি দিন! শুনেছি দিয়েছে ফোন মামা,খালু,আপা আর দুলাভাই পরে শুনি বাস্তবে ওরা কেউ নাই।
No comments:
Post a Comment