দূরের প্রিয়া
♨♨♨♨
গল্পের মিছিলে তোমার উপস্থিতি দারুন বেশে
আঁড়ালে গুমরে কাঁদছে ভালোবাসা নিদারুণ বেদনাতে।
অনুভবে তোমার থাকবেনা উপস্থিতি আমার!
শূন্যতা বিরাজ করবে হৃদয় গভীরে নিভৃতে সকাশে।
যখন কন্ঠ তোমার মঞ্চ মাতাবে মনকাড়া সুরে
তখন কারো আকাশ ভারী হবে কালো মেঘে!
শূন্যতা পৃথিবীর বুকে এমন একটি বিষয় যেখানে নতুন কিছু জায়গা করে প্রকৃতির নিয়মেই!
নতুন মানেই নয়তো অন্যকিছু বা অধরা অপস্বরী
সেখানেই বসত গাড়ে কালো মেঘ বয়ে চলে দুঃখের ঢেউ।
জানি ওইসব কথা বলার অধিকার থাকে ক'জনার
বদ্ধ ঘরে কখনো একা তাই জেগে উঠে আবেগের কতশত ঢেউ।
জনস্রোতে থাকো তুমি ভাবনার অবকাশ কই?
কখনো য়াওয়া হয়নি জলে, হয়নি চলা নদীতট ধরে!
তুমি ভাসবেনা জলে, হাসবেনা জনতার ঢলে সে'কি হয় বলো!?
তোমারতো আছে কতশত ঋণ আরও আছে খ্যাতির বিড়ম্বনা!
No comments:
Post a Comment