।।একটু চাওয়া ।।
হাত ছেড়ো না পথের মাঝে
মরণ পাড়ে এগিয়ে দিও,
শোক কিংবা সুখের সময়
পারো যদি সঙ্গে নিও।
তেমন কোনও নাই চাহিদা
পারো যদি বাসবে ভালো,
অজ্ঞতার এই অন্ধকারে
জ্বালিয়ে দিও জ্ঞানের আলো।
সোনা,দানা,হীরা,পান্না
তুচ্ছ সবই তোমার কাছে,
ভালোবাসা ছাড়া বলো
লাখি শাড়ির কি দাম আছে!
সীমার মাঝে অসীম তুমি
সাগরসম গভীর যে,
কালো মেঘের আড়াল হতে
মুখ লুকাবো ঐ বুকে।
।।জ্যোৎস্না।।অনন্ত।।
No comments:
Post a Comment