সেদিন ঝড়ের সন্ধ্যে বেলাতে
আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার
হাতে।
তোমাদের মনেপড়ে...........!
সেদিন সন্ধ্যার পরে দূরন্ত পথিক হঠাৎ
থমকে গেলো পুণ্ড্রনগরীর পথে।
অজস্র মিথ্যা,হিংসা আর অহংকারের ভিড়ে
দিশেহারা পথিক পুণ্ড্রনগরীতে।
উড়ছে দূরন্ত পথিকের স্বপ্নের শব যত
বাজছে সানাই রক্ত চোষার সুখের নেশায়
তোমার শীতল চোখে।
বেপরোয়া উত্তাপে আততায়ী সব ভেঙ্গেছিলো
মিথ্যার ঝাঁঝালো বাতাসে........।
আততায়ীর বিশ্বাস হেরে গেছে নিয়তির ঠিক
আশেপাশে।
সেদিন পুণ্ড্রনগরের গল্প বলার ক্ষতবিক্ষত দিনলিপি আজও মনেজাগে।
এখনও ঝড়ের সন্ধ্যায় অপরাজিত প্রেমিকের
নিশ্বাস আজও থমকে থাকে।
শত্রুতা বিরোধিতা করার আরও কত জায়গা
থাকে।
আততায়ী হাতদিলো অবশেষে দূরন্ত পথিকের
পেটে,তবে কি আততায়ী খুন হয়ে যাবে শীতল
দু'চোখের আজন্ম ভালোবাসার অভিসারে না'কি অভিশাপে।
No comments:
Post a Comment