Friday, January 8, 2021

অরণ্যবহ্নি


অরণ্যবহ্নি
♨♨♨♨
ফিরিয়ে দাও সবুজ অরণ্য
আমার....!
যেথায় ছিলো সবুজের যত
সমাহার।
বহ্নিজ্বালায় ছাই হল অভয়ারণ্যের
সবুজাভ........!
বহ্নিসখা  জ্বালো বহ্নিশিখা জ্বলেপুড়ে
হোক ছারখার ।
অরণ্যানী বহ্নিকোণে ঘুরেফিরে এসো
আবার.....
অরণ্যচরে জাগাবো সবুজের সহস্র
শবাহারী সম্ভার।
তোমার আমার পৃথিবীপৃষ্ঠ সবুজে
সাজাবো আবার।
অরণ্যানী আসবে অরণ্যচরে হবো
অরণসারথি।
দূরন্ত পথিক
🍀🍀🍀🍀

2 comments:

  1. অসাধারণ একটি কবিতা। খুব ভাল লাগলো কবিতাটি। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

    You are welcome to visit my popular post: বৈজ্ঞানিক পদ্ধতিতে পেটের চর্বি কমানোর সহজ ১০টি উপায়

    You are welcome to visit my another popular post: নিয়মিত চা-পানের ১০টি উপকারিতা

    ReplyDelete