অরণ্যবহ্নি
♨♨♨♨
♨♨♨♨
ফিরিয়ে দাও সবুজ অরণ্য
আমার....!
যেথায় ছিলো সবুজের যত
সমাহার।
আমার....!
যেথায় ছিলো সবুজের যত
সমাহার।
বহ্নিজ্বালায় ছাই হল অভয়ারণ্যের
সবুজাভ........!
বহ্নিসখা জ্বালো বহ্নিশিখা জ্বলেপুড়ে
হোক ছারখার ।
সবুজাভ........!
বহ্নিসখা জ্বালো বহ্নিশিখা জ্বলেপুড়ে
হোক ছারখার ।
অরণ্যানী বহ্নিকোণে ঘুরেফিরে এসো
আবার.....
অরণ্যচরে জাগাবো সবুজের সহস্র
শবাহারী সম্ভার।
আবার.....
অরণ্যচরে জাগাবো সবুজের সহস্র
শবাহারী সম্ভার।
তোমার আমার পৃথিবীপৃষ্ঠ সবুজে
সাজাবো আবার।
অরণ্যানী আসবে অরণ্যচরে হবো
অরণসারথি।
সাজাবো আবার।
অরণ্যানী আসবে অরণ্যচরে হবো
অরণসারথি।
দূরন্ত পথিক
🍀🍀🍀🍀
🍀🍀🍀🍀
অসাধারণ একটি কবিতা। খুব ভাল লাগলো কবিতাটি। পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।
ReplyDeleteYou are welcome to visit my popular post: বৈজ্ঞানিক পদ্ধতিতে পেটের চর্বি কমানোর সহজ ১০টি উপায়
You are welcome to visit my another popular post: নিয়মিত চা-পানের ১০টি উপকারিতা
Thanks a lot
ReplyDelete