তোমাকেই বলছি!
তোমাকেই বলছি শুনবে কিনা জানিনা!?
আজ একবছর সাত মাস পূর্ণ হলো মনে নেই তোমাদের। কারণ হারিয়েছি শুধুই আমি! তুমি ও তোমারা ভুলে আছো বা থাকতে পারো তার কারণ আমিইতো তাইনা বলো। তোমার ব্যস্ত জীবন সেতো আমারি হাতে লিখে দিয়েছিলাম সেদিন। আর তাই আজ ব্যস্ততার ভীড়ে ভুলে গেছো সব! তবে অবাক হইনা একদম,বাস্তবতা এমনি হয় যে!
আর এগুলো কথা কারো মনে থাক বা নাই থাক তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসেনা,আসবেই না কোন কালে!
এইতে সেদিনকার গরীব ছেলেটার কথা বলছি,যে কিনা অন্তহীন পথ দু'পায়ে মাড়িয়ে জীবন লক্ষ্যের শীর্ষে পদার্পণ করেছিলো। স্থিরতা এনে ছিলো জীবন ও সংসারে। সুখের বাগান ভরে উঠেছিলো ফুলে ফুলে। যেখানে অভাব অভিযোগ কিংবা চাওয়া পাওয়ার গড়মিল হওয়ার কোন সুযোগ ছিলো না বটে! কিন্তু কপাল বলে কথা নিয়তি আর তুমি, আমায় সে পথে হাঁটতে দিলো কই!
যাইহোক কথা দীর্ঘায়িত করবে না,ডিজিটাল যুগ তোমার ব্যস্ততাও কম না বৈকি! তাই খুব সংক্ষেপে দুটো কথা বলে রেখে দিব:
প্রথমেই টাকার কথাবলি কারণ ওটা তোমার বা তোমাদের কাছে সর্বোৎকৃষ্ট মর্যাদার কাগজ বা বস্তু বিশেষ। তাই টাকার কথাটাই আগে বললাম,১বছর ৭মাস সর্বোসাকুল্যে সর্বনিম্ন হার ধরে মোট আর্থিক ক্ষতির পরিমাণ তেরো লক্ষ পঞ্চাশ হাজার (১৩,৫০,০০০) মাত্র। যা গরীব ছেলেটার জন্য একেবারেই কম ছিলো না কিন্তু!
তবে টাকার হিসেব এতটা সুক্ষ্মভাবে হিসেব করিনি আজ যা করলাম। সবসময় জীবনকে প্রাধান্য দিতাম আজও সেটাই করি। আর এই টাকার হিসেবের চাইতে খুব বেশি ভাবতাম আমি বাঁচবো তো! এমন ভাবনা কেন তা তোমার জানা আছে বৈকি আমি না বলি।
দ্বিতীয়ত,যা কিছু হারিয়েছি তার মূল্য কত? তোমাদের হিসেব নিকেশের হাত ভালো একটু হিসাব কষে দেখে নিও একবার!? ভেতরবাড়ির যা ক্ষতি হয়েছে তার মূল্য কিভাবে হিসেব করবে তুমি বা তোমারা! তবে অর্থের পরিমাপে তোমাদের চলা যদি পারে তার আর্থিক মূল্য ধরে দিও, খুব খুশি হবে গরীব ছেলেটা।
শেষতক, ছেলেটার সারাজীবনের অর্জিত সততা ও সুনামের মুল্যটাও যদি নির্ধারণ করে দিতে তবে চির কৃতজ্ঞ থাকতাম। এভাবে কেন বলছি জানো, তোমাদের কয়েকটা মিথ্যা কথার জন্য এতকিছু যা আজীবন তোমাদের অর্জিত কোটি টাকা দিয়ে পূরণ করতে পারবে না! এটা নিশ্চিত।
সর্বোপরি বেঁচে ছিলাম আমি,আছি, থাকবো ইনশাআল্লাহ উঁনি যতক্ষণ রাখেন! অনেক ইচ্ছে ছিলো আজ খুলে বলবো সবকিছু কিন্তু পারলাম না। বিবেকের দায়বদ্ধতা কাজ করছে খুব বেশি।
"শুভকামনা রইলো তোমাদের জন্য"