Saturday, August 24, 2019

আমি ক্ষুধার্ত



পেটের মাঝে জ্বলছে ক্ষুধার জ্বালা
তোমার শুধু চলছে যেন পকেট ভরার পালা।

হচ্ছি ক্ষুধায় কাতর
কেমন করে গিলছো পোলাউ
দিচ্ছো গায়ে আতর?

মানুষ হয়ে জন্ম নেওয়াই পাপ
তাই বুঝি আজ দিচ্ছে খোদা
ক্ষুধার অভিশাপ।

হাড়-মাংস চামড়া আমার
যাচ্ছে ক্ষুধায় ক্ষয়ে
কেমন করে মত্ত থাকো
তুমি ধর্মালয়ে?

পাপের টাকায় কিনছো তুমি
লোক দেখানো মান
কষ্ট করে গাও না ও ভাই
ক্ষুধার্তদের গান।

তুমি মানুষ আমিও মানুষ
দোষ করেছি কী
আমি যদি ক্ষুধার্ত রই
তোমার নামে ছি!

🌾🌾🌾🌾
দূরন্ত পথিক

No comments:

Post a Comment