Thursday, August 1, 2019

বৃষ্টিভেজা দিনগুলো

বৃষ্টিভেজা দিনগুলো
🍃🍃🍃🍃🍃🍃🍃

বৃষ্টি  প্রেম আর প্রিয়া
একত্রে মিলিলে সৃষ্ট হতো
ত্রিকোণ ধারায় মধুপ প্রেমলীলা
বৃষ্টির সাথে মায়াবী দৃষ্টি
হৃদয়স্পর্শী হয়ে ছুঁইত বারংবার
দুপুর বেলার বৃষ্টিজল হৃদয়
খুশিতে উথলে উঠতেই নামিত
প্রেমানন্দের মন ভেজানো জল।

No comments:

Post a Comment