ক্ষুধার্তের পেটের জ্বালা
তোমার যেন পকেট
ভরার চলছে পালা।
তোমার যেন পকেট
ভরার চলছে পালা।
ক্ষুধায় হচ্ছি কাতর
টাকায় নিচ্ছ আতর
দিচ্ছো সাঁঝ বাতি।
টাকায় নিচ্ছ আতর
দিচ্ছো সাঁঝ বাতি।
ক্ষুধার অভিশাপ সাথে
বিশাল অংকের পাপ
মুছিবে যজ্ঞানল জ্বালি।
বিশাল অংকের পাপ
মুছিবে যজ্ঞানল জ্বালি।
ক্ষুধা আমার অন্ত্রে
মত্ত তুমি তন্ত্রধর্মে
মসজিদ গির্জা মন্দিরে।
মত্ত তুমি তন্ত্রধর্মে
মসজিদ গির্জা মন্দিরে।
ক্ষুধা তোমার খ্যাতির
তাই ক্ষুধার্তের সামনেই
টাকায় কিনছো খাতির।
তাই ক্ষুধার্তের সামনেই
টাকায় কিনছো খাতির।
🌾🌾🌾🌾
দূরন্ত পথিক
দূরন্ত পথিক
No comments:
Post a Comment